ক্রীড়া প্রতিবেদক

  ২৪ মে, ২০২২

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে কুশল মেন্ডিস

বুকে ব্যথা নিয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছেন সফরকারী শ্রীলঙ্কান ক্রিকেট দলের ব্যাটার কুশল মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে খেলতে নেমে বুকে ব্যথা অনুভব করেন তিনি।

অবস্থা পর্যবেক্ষণের জন্য রাজধানী এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। ম্যাচের ২৩তম ওভারে পেসার কাসুন রাজিথার একটি বল মুশফিকুর রহিম ছেড়ে দিলে সেটি তালুবন্দি করে মেন্ডিসের কাছে পাঠান সতীর্থ লঙ্কান উইকেট রক্ষক নিরোশান ডিকবেলা। বলটি গ্রহণও করেন মেন্ডিস। এর পরপরই বুকের ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে চলে যান তিনি। তার বদলি হিসেবে মাঠে আসেন কামিন্দু মেন্ডিস।

বিসিবির চিকিৎসক মঞ্জুর হেসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন,‘ তিনি হয়তোবা পানি শূন্যতায় ভুগছিলেন। এ কারণেই অস্বস্তি বোধ করেছেন। গ্যাস্ট্রিকের কারণেও এমনটি হতে পারে।’ হাসপাতালে তার কত সময় থাকতে হবে কিংবা বর্তমান অবস্থায় ঢাকা টেস্টে তিনি অংশগ্রহণ করবেন কি না সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close