শারমিন নাহার ঝরনা
১৯ অক্টোবর, ২০২৪
ঢেঁকি নাচে
নতুন ধানে গোলা ভরে
গাঁয়ের সকল চাষি,
নতুন স্বপ্ন নতুন আশা
মুখে মিষ্টি হাসি।
নতুন ধানের নতুন চালে
পিঠাপুলি করে,
ঢেঁকি নাচে দিনে রাতে
খুশি সবার ঘরে।
মা-চাচিরা সবাই বসে
চালের গুঁড়া করে,
ঢেঁকি নাচে ধাপুর ধুপুর
মনটা সুখে ভরে।
নতুন চালের ভাপা পিঠা
কি যে দারুণ খেতে,
চুলার ধারে বসে থাকি
গরম পিঠা পেতে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন