সুব্রত চৌধুরী

  ০৭ ডিসেম্বর, ২০২৪

লাল সবুজের নিশান

লাল সবুজের নিশান হাতে ছুটব পথের বাঁকে

ডিসেম্বরের ষোল তারিখ বিজয় ছবি আাঁকে।

লাল সবুজের নিশান হাতে নাও ভাসাব নদে

বিজয় গাঁথা করব প্রচার প্রতি জনপদে।

লাল সবুজের নিশান হাতে গাইব বিজয় গান

একতারার ওই সুরে সুরে ডাকবে খুশির বান।

লাল সবুজের নিশান হাতে লিখছি বিজয় কাব্য

স্বাধীনতার পলি জমে দেশটা হয় যে নাব্য।

লাল সবুজের নিশানখানি বিজয় পতাকা

রংতুলিতে নয়তো তা রক্ত দিয়ে আঁকা।

লাল সবুজের নিশান ছড়ায় বিজয়ের ওই দ্যুতি

দেশের জন্য জাগে মনে ভিন্ন অনুভূতি।

লাল সবুজের নিশান মেলে বীরের আত্মদানে

গর্বে সবার বুকটা ভরুক দেশের প্রতি প্রাণে।

লাল সবুজের নিশানখানি হৃদয় জুড়ে আছে

যুগে যুগে তাকেই যেন আঁকড়ে ধরে বাঁচে ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close