মাহমুদা জিয়াসমিন

  ০৭ ডিসেম্বর, ২০২৪

শীতটা মানে

শীতের বাতাস বইছে দেখ

ঠান্ডা লাগে হাওয়া

এখন সময় কম্বল ছেড়ে

উঠতে যে না-চাওয়া।

চালের উপর শিশির পড়ে

মিষ্টি মিষ্টি স্বরে

টুপটাপটুপ ঠিক যেন গান

ঘুমটা এসে পড়ে।

গরম পিঠা গরম চায়ে

গল্প জমে রোজ

শীতটা মানেই উৎসব এবং

নানা রকম ভোজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close