শাহজালাল সুজন

  ০৭ ডিসেম্বর, ২০২৪

কলাপাতার ঘর

বাড়ির পাশে সবুজ ঘেরা

ক্ষেত খামারি মাঠ,

একটু দূরেই হাতছানি দেয়

নদীর জলের ঘাট।

আম বাগানের নিচে এসে

আমরা কিশোর দল,

ডাংগুলি আর মার্বেল হাতে

খেলতাম আরো বল।

কখনো বা শিমুল তলায়

কুড়িয়ে নিই ফুল,

জুঁই চামেলি হয়ে থাকত

রায় কিশোরীর দুল।

বেশ ভূষণে কেউবা হত

রুমাল মুখে বর,

সবুজ লতায় ছাউনি তৈরি

কলাপাতার ঘর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close