উৎপলকান্তি বড়ুয়া

  ০৭ ডিসেম্বর, ২০২৪

মায়ের আঁচলে ফোটে

এখানে পিদিম জ্বালে জোনাকির পোকা

এখানে ভোরের চোখে আলো দেয় টোকা

এখানে সবুজ মায়ায় সজীবতা বোনা

এখানে শিশির ঘাসে রোদের আলপনা।

এখানে দিনের শুরু বিশ্বাসে জাগে

এখানে প্রাণের ছোঁয়া রাগ-অনুরাগে।

এখানে প্রথম শেষ বলে নেই কিছু

এখানে পাহাড় বন সারি উঁচু নিচু।

এখানে ইচ্ছের রঙটুকু ঢেলে

এখানে সাহসের দুই ডানা মেলে

এখানে হাসি খুশি গান-কথা বলা

এখানে মনের টানে এগিয়ে চলা।

এখানে আমার আমি শুধু নই একা

এখানে সবাই সবার সাথে হয় দেখা।

এখানে দুষ্টুমি কত হেসে কুটি কুটি

এখানে প্রতিদিন কত খুনসূটি।

এখানে মমতা মায়ার বন্ধনে গাঁথা

এখানে সরব গতির এ আসন পাতা!

এখানে প্রীতির নদী ধারা ঢেউ কূল

মায়ের আঁচলে ফোটে স্নেহাদর ফুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close