বিল্লাল মাহমুদ মানিক

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

ফেব্রুয়ারির একুশ

বছর ঘুরে ফেব্রুয়ারির একুশ তারিখ এলে,

শহীদ ছেলের মা জননী চোখের পানি ফেলে।

ভাষার জন্য জীবন দিয়ে অমর মায়ের ছেলে,

রাষ্ট্রভাষা বাংলা তুমি তার কারণেই পেলে।

সেই ইতিহাস বলছি শোনো দাও মনোযোগ তুমি,

বায়ান্নতে ফেব্রুয়ারির একুশ পুণ্যভূমি-

রক্তে ভিজে, কারণ তখন ভাষার মিছিল চলে;

সেই মিছিলে চালায় গুলি পুলিশ দলে দলে।

রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত আরো কত

নাম না-জানা বীর ছেলেরা হলেন হতাহত।

তাদের স্মৃতি স্মরণ করে ফেব্রুয়ারি মাসে

একুশ তারিখ প্রভাতফেরির মিছিল হেঁটে আসে।

শহীদ মিনার বেদীমূলে দিয়ে ফুলের ডালা

তাদের প্রতি হয় সবার গভীর শ্রদ্ধা ঢালা।

কাঁদছো খোকা? এই ইতিহাস খুব প্রয়োজন জানা,

রক্ত দিয়ে রাষ্ট্রভাষা বাংলা কিনে আনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close