সফিউল্লাহ লিটন

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

অমর একুশ

বছর ঘুরে অমর একুশ

আসে যখন ফিরে

শহীদ ভাইয়ের মুখটি খুঁজি

লক্ষ লোকের ভিড়ে।

নগ্ন পায়ে ছুটে চলে

খোকা-খুকুর দল

চোখে থাকে অশ্রুধারা

বুকে থাকে বল।

রক্তরাঙা পলাশ শিমুল

ডালে ডালে দোলে

শহীদ মিনার ভরে ওঠে

নানা রঙের ফুলে।

এই ভাষাতে দোয়েল শ্যামা

গায় যে মধুর গান

ফিঙে পাখির দেখাদেখি

নেচে ওঠে প্রাণ।

রক্তরাঙা অমর একুশ

জাগায় মনে আশা

বাংলা আমার প্রিয় স্বদেশ

বাংলা মাতৃভাষা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close