সাজ্জাদ সিয়াম
০৩ জুন, ২০২৩
দোয়েলছানা

দোয়েলছানার ইচ্ছে জাগে
গঙ্গা ফড়িং খাবে,
মায়ের ভীষণ জ্বর করেছে
শিকারে কে যাবে?
তাই ছানাটি বেরিয়ে পড়ে
মায়ের অগোচরে,
অনেকটা পথ পাড়ি দিয়ে
যায় মাটিতে পড়ে!
নরম ডানায় জোর না পেয়ে
কাঁদতে থাকে একা,
এমন সময় টুনি বউয়ের
হঠাৎ পেল দেখা।
টুনি শুনে বকা দিল
বলল কানে কানে,
মায়ের নিষেধ মানবে কারণ
সবকিছু মা জানে!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন