আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০২০

ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’

নিজের বাসভবনে কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর কোভিড-১৯-এর নতুন পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় হাইড্রক্সিক্লোরোকুইনের একটি বাক্স হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন বোলসোনারো, সঙ্গে দেওয়া টেক্সটে লিখেছেন, সার্স-কোভ-টু এর জন্য করা তার আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে তিনি কবে পরীক্ষাটি করেছেন তা নিয়ে কিছু বলেননি বা বিস্তারিত কিছু জানাননি। কোভিড-১৯ এর চিকিৎসায় ম্যালেরিয়ার ওই ওষুধটির কার্যকারিতার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণের অভাব সত্ত্বেও তার রোগ সারার জন্য এই হাইড্রক্সিক্লোরোকুইনকেই ব্রাজিলের প্রেসিডেন্ট কৃতিত্ব দিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মহামারি সংকটকের শুরু থেকেই উপেক্ষা করে আসা বোলসোনারো গত ৭ জুলাই করোনাভাইরাস আক্রান্ত হন। ওই বারসহ চলতি মাসে তিনবার তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। তারপর থেকে প্রেসিডেন্টের বাসভবনে আংশিক আইসোলেশনে ছিলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাফতরিক কাজ সেরেছেন। মাঝে মধ্যে তাকে বাড়ির বাইরে দেখা গেছে, তার মধ্যে একটি সমাবেশে সমর্থকদের উদ্দেশে তাকে অভিবাদন জানাতেও দেখা গেছে। এ সময় সমর্থকদের থেকে কয়েক মিটার দূরে থাকা অবস্থায় কয়েকবার তাকে মাস্ক সরিয়ে ফেলতেও দেখা যায়। বোলসোনারোসহ ব্রাজিলের ২৩ লাখেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থান আছে দেশটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close