আন্তর্জাতিক ডেস্ক

  ০২ এপ্রিল, ২০২০

অত্যন্ত বেদনাদায়ক সপ্তাহ আসছে : ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাস পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অত্যন্ত বেদনাদায়ক দুটি সপ্তাহ আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, ‘আসন্ন দুটি সপ্তাহ হতে যাচ্ছে খুব, খুবই বেদনাদায়ক।’ গত মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত ব্রিফিংয়ে করোনাভাইরাস মহামারিকে তিনি একটি প্লেগ হিসেবে আখ্যায়িত করেন। এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৭৬। এ সংখ্যা করোনার উৎপত্তিস্থল চীনে মারা যাওয়া মানুষের সংখ্যার চেয়েও ঢের বেশি।

এমন পরিস্থিতিতে ট্রাম্প এখন আর কোনো ‘সুগার কোটেড’ বা তিক্ত কথায় মিষ্টির প্রলেপ দিতে চাইছেন না বলে মনে করছেন বিবিসির বিশ্লেষকরা। ফলে তিনি ইস্টারের উৎসবের এই মৌসুমে কোনো মিরাকেলের কথা বলছেন না, যার মাধ্যমে কোনো এক ঐশী ক্ষমতাবলে ভালো হয়ে যাবে করোনা মহামারি আর ব্যবসা-বাণিজ্যও খুলে দেওয়া যাবে।

বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্প্রতিক করোনাভাইরাস। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে যে মন্দা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সে রকমটা সম্ভবত নিকট অতীতে দেখা যায়নি। সূত্র: বিবিসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close