আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহের খবর নাকচ

ইরানের সঙ্গে আলোচনার আগ্রহের খবর নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফেক নিউজ (সিএনএনসহ যুক্তরাষ্ট্রের মূল ধারার সংবাদমাধ্যম) বলে বেড়াচ্ছে, আমি ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় আগ্রহী। বরাবরের মতোই এটি তাদের একটি অসত্য বর্ণনা।

এর আগে গত ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৮ সালের মে মাসে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও তার প্রতিশ্রুতি থেকে আংশিকভাবে সরে যাওয়ার ঘোষণা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দেশটির তেল নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। ওই নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপ তাৎপর্যপূর্ণ ব্যবস্থা না নিলে চুক্তি থেকেই বেরিয়ে যাওয়ারও হুশিয়ারি দেয় তেহরান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close