আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মার্চ, ২০১৯

ইমরানের মন্তব্যে ক্ষুব্ধ আফগান প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি। এ ঘটনায় আফগান সরকার পাকিস্তানের একজন কূটনীতিককে তলব করেছে। পাশাপাশি আফগান সরকার ইমরান খানের ওই মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ বলে সমালোচনা করছে।

গত শুক্রবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান আশা প্রকাশ করে বলেছেন, তালেবানগোষ্ঠী ও আমেরিকার মধ্যে চলমান আলোচনা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করবে। একইসঙ্গে ইমরান খান আশা করেন, কাবুল একটি ভালো সরকার গঠন করতেও সক্ষম হবে যে সরকারে আফগানিস্তানের সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্ব থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close