আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জানুয়ারি, ২০১৮

‘অন্ধকার মাসটা’ কেমন কাটল রুশদের?

অবিশ্বাস্য ঠান্ডা আর সূর্যের আলো সবচেয়ে কম দেখার জন্য রাশিয়ায় রেকর্ড করেছে বিদায়ী বছরের ডিসেম্বর মাসটি। মাসটিকে বলা হচ্ছে, ডার্কেস্ট বা সবচেয়ে অন্ধকার হিসেবে, আর এর বাইরে ছিল না রাজধানী মস্কোও।

রাশিয়ার আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বরেই ইতিহাসের সবচেয়ে কম সূর্যের আলো দেখেছে মস্কো।

দেশটির প্রধান আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী ওই মাসে সূর্য মস্কোতে আলো দিয়েছে মাত্র ছয় মিনিট।

সাধারণত ডিসেম্বরে সূর্যের আলো কমই দেখা যায়, মস্কোতে কিন্তু তাই বলে সেটিও অন্তত কয়েক ডজন ঘণ্টা দেখা যেত সবমিলিয়ে।

এবার রাশিয়ায় ঠান্ডাও পড়েছে ভয়াবহ মাত্রায়। পূর্বাঞ্চলের ইয়াকুতিয়া শহর সবচেয়ে বেশি ঠান্ডার রেকর্ড করেছে, তাপমাত্রা ছিল মাইনাস ৬০ ডিগ্রিরও বেশি।

মস্কো থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পূর্ব দিকের এই অঞ্চলটিতে অবশ্য এমনিতেই ঠান্ডার প্রকোপ বেশি হয়।

গত সপ্তাহেও রাশিয়ার এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৫০ ডিগ্রির মতো। কিন্তু তার পরেও এবারের তাপমাত্রাকে অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা।

গত সপ্তাহেও রাশিয়ার এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৫০ ডিগ্রির মতো। শীতের সময়ে সাধারণত এ অঞ্চলের অধিবাসীরা ঘর থেকে বের হন না। স্কুলও বন্ধ রাখা হয়।

সাধারণত সতর্কতার অংশ হিসেবে এমন ঠান্ডায় মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় কারণ মদ্যপানজনিত কারণে শরীরের তাপমাত্রা আরো কমে যাওয়ার শঙ্কা থাকে।

শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখতে গরম বা ঢিলেঢালা কাপড় পরেন তারা। কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয় নানা সতর্কতা যেমন ধরুন বাতাস এড়িয়ে চলুন, বাচ্চাদের কিছুক্ষণ পরপর উষ্ণ স্থানে আনা।

এর আগে মস্কোর সবচেয়ে অন্ধকার মাসের রেকর্ড গড়েছিল ২০০০ সালের ডিসেম্বর। সেবার পুরো মাসে সূর্য দেখা গিয়েছিল মাত্র তিন সূর্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist