ক্রীড়া ডেস্ক

  ০১ জুন, ২০১৯

স্টোকসের ‘সেই ক্যাচে’ অবাক নন সতীর্থরা

বেশ জোরেই সুইপ করেছিলেন আন্দিলে ফেখলুখাইয়ো। বলটা শূন্যে প্রায় আড়াআড়িভাবে ছুটে যাচ্ছিল বুলেট গতিতে। মিড উইকেট অঞ্চলে সীমানা থেকে বেশ সামনে থাকা বেন স্টোকস বিপদটা বুঝতে পেরেছিলেন বল তার মাথার ওপর দিয়ে চলে যাবে। এরপর ইংলিশ অলরাউন্ডার যা করলেন, তা হলিউড মুভির দৃশ্যকেও হার মানাবে। স্প্রিংয়ের মতো শূন্যে লাফিয়ে অভিকর্ষ বলকে বুড়ো আঙুল দেখিয়ে বলটা ডান হাতে লুফে নিলেন। চোখ কচলে আবার, বারবার দেখার মতো ক্যাচ। ধারাভাষ্যকক্ষ থেকে নাসের হুসেইন ক্যাচটির প্রাপ্য প্রতিদানই দিলেন, ‘এটা হতেই পারে না, বেন স্টোকস...তুমি এটা করতেই পারো না। এটা সর্বকালের সেরা ক্যাচগুলোর একটি।’

পরশু বিশ্বকাপ শুরুর দিনটা নিজের করে নিয়েছেন স্টোকস। ব্যাটে ৮৯ রান, বল হাতে ২ উইকেট, একটি রান আউট আর ওই ক্যাচ। তার আগে জেপি ডুমিনির ক্যাচও নিয়েছেন। কিন্তু ওই ক্যাচ ছাপিয়ে গেছে ব্যাট-বলে স্টোকসের ওস্তাদি। বিশ্বকাপে এর আগে কোনো ম্যাচে ন্যূনতম ৮০ রান, ২ উইকেট আর ২টি ক্যাচ নেওয়ার একমাত্র নজির ছিল অরবিন্দ ডি সিলভার। সেটি ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপের শেষ ম্যাচে। স্টোকস কাল সেই নজিরের সঙ্গে যুক্ত করলেন একটা রান আউট। সেটাও বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই। ম্যাচ শেষে তার সেই ক্যাচটা নিয়েই আলোচনা হয়েছে বেশি। অবশ্য বাকিদের মতো স্টোকসের সতীর্থরা ওই ক্যাচে হতবাক নন। ইংলিশ অধিনায়ক মরগান জানান, ট্রেনিংয়ে ও এ ধরনের ক্যাচ প্রায়শই নিয়ে থাকে। আমরা এরকমটা দেখে দেখে অভ্যস্ত। এর আগে ব্যাঙ্গালুরুতে শুধু ডি ভিলিয়ার্সকে এমন ক্যাচ নিতে দেখেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close