মো. রবিউল ইসলাম, টঙ্গী (গাজীপুর)

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৪

আখেরি মোনাজাত কাল

বিশ্ব ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি

আম ও খাস বয়ান, তালিম ও তাসকিল, নামাজ-কালাম ও জিকির-আজকারের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে কাটল বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার। এদিন জুমার জামাতে শরিক হন লাখো মুসল্লি। মাঠে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা, বাড়িঘর, দোকানপাট এমনকি নদী ও সড়কে বিভিন্ন যানবাহনে বসেও অনেকে শরিক হন জুমার জামাতে। দেশের সর্ববৃহৎ এই জুমার নামাজে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

দুপুর ১টা ৪৬ মিনিটে কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহম্মেদ উত্তরা ১০নং সেক্টরের বেলাল মসজিদের সামনে দাঁড়িয়ে এ জামাতে ইমামতি করেন। এ সময় ইজতেমা ময়দান ও তার আশপাশের প্রায় পাঁচ কিলোমিটার জায়গাজুড়ে পিনপতন নীরবতা নেমে আসে।

গতকাল শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা আহমদ বাটনার আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে আগের দিন বৃহস্পতিবার আসরের পরই শুরু হয়েছিল ইজতেমার কার্যক্রম। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আলমি শূরার তত্ত্বাবধানে শেষ হবে ৫৭ তম এ আয়োজনের প্রথম পর্ব। জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই ইজতেমা ময়দানমুখী মানুষের ঢল নামে। সময় যত গড়াতে থাকে এ ঢল বাড়তে থাকে। দুপুর ১২টার মধ্যেই ভরে যায় মাঠ। মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা জায়নামাজ, হোগলাপাটি, পলিথিন, চট ও পলিবস্তা, কাগজ এবং খবরের কাগজ বিছিয়ে বসে পড়েন মাঠের রাস্তা, আশপাশের গলিতে।

দুপুর ১টার দিকে তাতেও ঠাঁই না হলে মুসল্লিরা ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-আবদুল্লাপুর, টঙ্গী-কালীগঞ্জ সড়ক এবং তুরাগ নদে (নৌকাসহ বিভিন্ন বাহন) বসে পড়েন।

নামাজ শেষে একসঙ্গে ফিরতে গিয়ে পরিবহন সংকটে বিপাকে পড়েন মুসল্লিরা। পরিবহনগুলো আদায় করে অতিরিক্ত টাকা। হেঁটেই ফিরতে হয় বেশির ভাগ মানুষকে। ইজতেমা নিয়ে সংঘাতের শঙ্কা না থাকায় এবং আবহাওয়া ভালো থাকায় মুসল্লিরাও বয়ান-তাসকিলে মনোযোগ দিতে পেরেছেন।

ভিআইপিদের অংশগ্রহণ : মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ ময়দানে জুমার নামাজে অংশ নেন।

প্রথম দিনে যারা বয়ান করলেন : বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। সকাল ১০টায় তালিমের আমল করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাদ জুমা বয়ান করেন জর্ডানের মাওলানা ওমর খতিব। বাদ আসর বয়ান করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। শুক্রবার বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমদ লাট।

দ্বিতীয় দিনের বয়ান : দ্বিতীয় দিনে আজ শনিবার বাদ ফজর বয়ান করবেন ভারতের মুম্বাইয়ের মাওলানা আবদুর রহমান। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাইল (গোধরা) ও বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান বয়ান করবেন। এদিন মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সমাপনী বয়ান দেবেন।

আখেরি মোনাজাত : আগামীকাল রবিবার বেলা ১১টার মধ্যেই কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহম্মেদ আখেরি মোনাজাত করবেন বলে নিশ্চিত করেছেন আলমি শূরার মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ।

এই আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হ?য়ে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

মুসল্লির মৃত্যু : ৫৭তম বিশ্ব ইজতেমায় এবার ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। এদিকে ইজতেমায় আসার পথেই গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানাধীন মিরের বাজারে হৃদরোগ আক্রান্ত হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন নেত্রকোনা জেলার সদর থানার স্বল্ফদু?গিয়া গ্রা?মের এখলাস উদ্দিন (৭০) ও জামালপুর জেলার সদর থানার পাকুল্লা গ্রামের মতিউর রহমান। এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মারা যান নেত্রকোনা সদর থানার কুনিয়া গ্রামের আবদুস সাত্তার (৭০)। তারও আগে বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌহরদিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জামাল মিয়ার (৪০) মৃত্যু হয়।

যৌতুকবিহীন বিয়ে : শনিবার বাদ আসর বিশ্ব ইজতেমার ময়দানে হবে যৌতুকবিহীন বিয়ে। নামাজে নারীর অংশগ্রহণ ইজতেমায় পুরুষের পাশাপাশি নারীরাও জুমার নামাজ আদায় করেন।

বিদেশি মেহমান : এবারও ইজতেমা ময়দানে শতাধিক দেশের বিদেশি মুসল্লিরা বিদেশি খিত্তায় অবস্থান করছেন। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত বিশ্বের ৪৩ দেশের এক হাজার ৫৬৯ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত হয়েছেন। ৪৩ দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিজস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্য অন্যতম। প্রথম পর্বের ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close