কুমিল্লা প্রতিনিধি

  ০৯ মে, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন

মনোহরগঞ্জে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে এ ভোটগ্রহণে দিনের শুরুতে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

গতকাল বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়। উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণের দৃশ্য দেখা গেছে। তবে কেন্দ্র দখলের অভিযোগ তুলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি, তবে বৃষ্টি থামার পর বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। পুরুষের পাশাপাশি দলে দলে ভোট দিতে আসেন নারী ভোটাররাও। ভোটাধিকার প্রয়োগ করে স্বস্তির অনুভূতি প্রকাশ করেছেন বেশ কয়েকজন ভোটার।

আহমেদ জামাল নামের এক ভোটার বলেন, ‘আমি নাথেরপেটুয়া কেন্দ্রে ভোট দিয়েছি। কোনো অপ্রীতিকর পরিবেশ দেখিনি। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছি। জয়-পরাজয় আল্লাহ ভালো জানেন।’

তৌকির হোসেন নামের আরেক ভোটার বলেন, ‘সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। খুব সুন্দর নির্বাচনের পরিবেশ।’

তৌকির হোসেন নামের আরেক ভোটার বলেন, ‘সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের পরিবেশে ভোট দিতে পেরে ভালো লেগেছে। সকালের দিকে লোকসমাগম একটু কম দেখে ভেবেছিলাম, লোকজন ভোট দিতে আসবে না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দৃশ্য পাল্টে গেছে।’

মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন আবদুল কাইয়ুম। তিনি জানান, তার কেন্দ্রের আওতায় মোট ভোটার আছে ২ হাজার ৩১১ জন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান বলেন, ‘একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। কোথাও অপ্রীতিকর কিছুর খবর পাওয়া যায়নি। সকালে হালকা বৃষ্টিসহ আবহাওয়া বৈরী ছিল তাই ভোটার উপস্থিতিও কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।’

মনোহরগঞ্জ উপজেলায় মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন আনারস প্রতীকে, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান ঘোড়া প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলায় ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ১১ জন পুরুষ এবং ১ লাখ ৩ হাজার ৯৬১ জন নারী ভোটার রয়েছেন। এ উপজেলায় ৮০টি ভোটকেন্দ্র এবং ৫৩৫টি কক্ষে ভোটগ্রহণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close