নিজস্ব প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০২৩

ফোনে কথা বলে লাইন পার, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। কানে হেডফোন লাগিয়ে ওই তরুণ রেললাইন পার হচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত তরুণের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, নিহত তরুণ কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ নামের একটি ট্রেন কমলাপুর অভিমুখে যাচ্ছিল। ট্রেন যে আসছে, সেটা তিনি খেয়াল করেননি। আশপাশের লোকজন চিৎকার করে সরে যাওয়ার কথা বললেও তরুণ তাদের চিৎকার শুনতে পারেননি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সানু মং মারমা আরো বলেন, ওই তরুণের সঙ্গে থাকা মুঠোফোনটিও ভেঙে নষ্ট হয়ে গেছে। তার পরনে ছিল গাঢ় নীল রঙের ট্রাউজার ও কালো টি-শার্ট। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close