বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২২

ভারতীয় ট্রাকে পাচার হচ্ছে ডিজেল

দিনদুপুরে বন্দরের ব্যস্ততম সড়কে ভারতীয় ট্রাকচালকরা স্থানীয় দোকান থেকে ডিজেল নিয়ে ট্রাকে পাচার করলেও যেন কোনো মাথাব্যথা নেই বন্দর নিরাপত্তাকর্মী বা স্থানীয় প্রশাসনের। তবে পুলিশ বলছে বিষয়টি দেখার দায়িত্ব বন্দরের। আর দায় এড়িয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে, ট্রাকের তেল ফুরিয়ে গেলে ভারতীয় চালকরা তাদের ট্রাকে তেল নেন। বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার ডিজেলের দাম ৮০ টাকা ২৫ পয়সা। আর পাশের দেশ ভারতে ডিজেলের লিটার ৯৪ রুপি। বাংলাদেশের চেয়ে ভারতে এ তেলের মূল্য বেশি লিটারে ৩০ টাকা। বাংলাদেশে ডিজেলের দাম কম হওয়ায় লাভের আশায় সুযোগ পেলে ভারতীয় ট্রাকচালকরা বেনাপোল বন্দর এলাকার ডিজেল বিক্রেতাদের কাছ থেকে ডিজেল কিনে নিয়ে যায়।

প্রতিদিন ভারত থেকে প্রায় ৪০০ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বেনাপোল বন্দরের প্রধান সড়কের ছোট আঁচড়ার মোড় ও বাইপাস সড়কের ছোট আঁচড়া মোড় সংলগ্নসহ পাঁচ থেকে ছয়টি স্থানে এই ডিজেল তেল পাচার করার চক্রটি অবস্থান করে। তারা বন্দর এলাকার বিভিন্ন তেল পাম্প থেকে বড় বড় কনটেইনারে করে তেল এনে ওই সব জায়গায় লুকিয়ে রেখে এবং সুযোগ বুঝে ওই সব ভারতীয় চোরাচালানি ট্রাকচালকদের গাড়িতে উঠিয়ে দেয়। বন্দর বা প্রশাসনের যথাযথ তদারকি না

থাকায় বন্দর এলাকায় প্রকাশ্যে সাইনবোর্ড ঝুলিয়ে মুদি ব্যবসায়ীরা বিক্রি করছেন ডিজেল।

বন্দরের বাইপাস সড়কে কাস্টমসের স্ক্যানিং মেশিনের সামনে দাঁড়িয়ে থাকা ভারতীয় একটি ট্রাকে ১৮ লিটার ডিজেল নিচ্ছেন এক চালক। আশপাশে অনেক নিরাপত্তা কর্মী থাকলেও কারো নজর নেই। এর আগেও কয়েক দফায় বন্দরের ২নং গেট এলাকা থেকে কনটেইনারে করে এ দেশের কিছু অসাধু লোককে ভারতীয় ট্রাকে তেল দিতে দেখা গেছে।

ট্রাকচালকদের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে ডিজেল পাচার হচ্ছে গত মাসে দেশের কয়েকটি গণমাধ্যমে এমন প্রতিবেদনের পর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ আসে বন্দরে। এরপর থেকে বন্দরের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা বাড়ায়। এ ছাড়া তেল পাচার প্রতিরোধে এগিয়ে আসে বিজিবি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে সীমান্তের শূন্য রেখায় বিজিবি সদস্যরা ভারতীয় ট্রাকের ট্যাঙ্কিতে থাকা তেল পরিমাপ কার্যক্রম চালায়। তবে বন্দরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে বন্দর এলাকা থেকে ট্রাকচালকরা ভারতে ডিজেল পাচারের সুযোগ পাচ্ছে অভিযোগ বাংলাদেশি ট্রাকচালকদের।

তেল নেওয়া ভারতীয় ট্রাকচালক বিশ্বাস তরফদার বলেন, ‘ট্রাকে তেল শেষ হয়ে গিয়েছিল; তাই বাংলাদেশ থেকে ১৮ লিটার তেল কিনেছি। কেউ নিষেধ করেনি।’

বাংলাদেশি ট্রাকচালকরা বলেন, বন্দরের নিরাপত্তা কর্মী বা প্রশাসনের কোনো নজরদারি নেই। এতে অবাধে ভারতীয় চালকরা এদেশ থেকে ডিজেল নিয়ে ভারতে যাচ্ছে।’

স্থানীয় কামাল হোসেন বলেন, ‘এক লিটার ডিজেল ভারতে নিতে পারলে ৩০ টাকা লাভ। সুযোগ পেলে তো নিবে। এক্ষেত্রে বন্দরের নজরদারি বাড়াতে হবে।’

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘ভারতীয় চালকের তেলের ট্যাঙ্কিতে হাওয়া ঢুকেছিল; তাই বেনাপোল থেকে ১৮ লিটার তেল নিয়েছে। বিষয়টি চালক নিজে স্বীকার করেছেন। কোথা থেকে কিভাবে তেল কিনল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান বলেন, ‘বন্দর এলাকা থেকে তেল পাচার রোধে কাজ করার কথা বন্দর কর্তৃপক্ষের। এটি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close