প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০২৪

বিটিএমসিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৮

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে (বিটিএমসি) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ১২টি পদে মোট ১৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিটিএমসি। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদগুলোর জন্য আবেদন করতে হবে ২৮ জানুয়ারির মধ্য।

পদের নাম ও সংখ্যা-

১. কর্মচারী সংযোগ কর্মকর্তা-১টি, গ্রেড-৯। বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা।

২. উপসহকারী প্রকৌশলী-১টি, গ্রেড-১০। বেতন : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

৩. সহকারী হিসাব কর্মকর্তা-১টি, গ্রেড-১১। বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা।

৪. সহকারী নিরীক্ষা কর্মকর্তা-৩টি, গ্রেড-১১। বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা।

৫. সহকারী সমন্বয় কর্মকর্তা-২টি, গ্রেড-১১। বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা।

৬. হিসাব সহকারী-১টি, গ্রেড-১২। বেতন : ১১৩০০-২৭৩০০ টাকা।

৭. নিরীক্ষা সহকারী-২টি, গ্রেড-১২। বেতন : ১১৩০০-২৭৩০০ টাকা।

৮. দপ্তর সহকারী-২টি, গ্রেড-১২। বেতন : ১১৩০০-২৭৩০০ টাকা।

৯. সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-১টি, গ্রেড-১২। বেতন : ১১৩০০-২৭৩০০ টাকা।

১০. জ্যেষ্ঠ করণিক-১টি, গ্রেড-১৫। বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা।

১১. ইলেকট্রিশিয়ান-১টি, গ্রেড-১৬। বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা।

১২. গাড়িচালক-২টি, গ্রেড-১৬। বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের যোগ্যতা : প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার বিস্তারিত তথ্য জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরিতে আবেদনের বয়স : প্রার্থীর বয়স ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা বিটিএমসির www.btmc.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। এই আবেদন ফরম পূরণ করে আগামী ২৮ জানুয়ারির মধ্যে (অফিস চলাকালে) ডাকযোগে বা সরাসরি বিটিএমসির প্রধান কার্যালয়ে সংরক্ষিত বাক্সে জমা দিতে হবে।

আবেদনের বিস্তারিত দেখুন এই লিঙ্কে লগইন করে https ://btmc.gov.bd/sites/default/files/files/btmc.portal.gov.bd/notices/734b5ca2_ab32_4853_a06c_18c778176ff8/2023-12-28-09-04-964f65447eddee5d285a77e3056b4d32.pdf

সূত্র : প্রথম আলো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close