বিনোদন প্রতিবেদক

  ২৩ জুলাই, ২০১৭

হৃদি শেখের ‘প্যারিসের চিঠি’

বাংলাদেশি বংশোদ্ভূত রুশ নাগরিক হৃদি শেখ। নৃত্যে ইতোমধ্যে নিজের পারদর্শিতা প্রমাণ করেছেন। এবার নাটকেও অভিনয় করছেন। ধারাবাহিক এই নাটকের নাম ‘প্যারিসের চিঠি’। লিখেছেন ফারুক আহমেদ, পরিচালনা করেছেন স্বপন আহমেদ। হৃদি শেখ ছাড়াও এই ধারাবাহিকে আরো অভিনয় করেছেন সামিয়া অথৈ, আলভি, ইমন, সোহেল খান, সাব্বির আহমেদ প্রমুখ।

নাটকের গল্প প্রসঙ্গে স্বপন আহমেদ জানান, শোভনের মামা প্যারিসে থাকে। মামার পরামর্শে শোভন জীবনে সফল হতে চেষ্টা করে। মামা তাকে এক দালালের মাধ্যমে নিয়ে যায় প্যারিসে। সেখানে শোভন অবৈধ হয়ে যায়। মামার পরামর্শে সে একজন বান্ধবীকে খোঁজে। এক সময় বাঙালি এক মেয়ের প্রেমে পড়ে শোভন। মেয়েটির নাম হৃদি, ফ্যাশন ডিজাইনার। প্রবাসে শোভন আর হৃদির আনন্দ-বেদনার দিনগুলোর ছোট ছোট গল্প ফুটে উঠেছে এ ধারাবাহিকে। ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হৃদি শেখ ভারতের স্টার প্লাস চ্যানেলের ‘ড্যান্স প্লাস সিজন থ্রি’ নাচের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তার দল ‘হাউজ অব সুরজ’ এই প্রতিযোগিতায় সেরা বারোতে এসেছে। স্টার প্লাস চ্যানেলে ‘ড্যান্স প্লাস সিজন থ্রি’ নাচের এই প্রতিযোগিতা প্রচারিত হচ্ছে শনিবার ও রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। হৃদি শেখ এখন আছেন ভারতের মুম্বাইয়ে। সেখানে তিনি হাউস অব সুরজে কাজ করছেন। হৃদি শেখ সেখানে বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। ‘হাউজ অব সুরজ’ মেয়েদের নৃত্যদল। এখানে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নরওয়ে, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও স্বাধীন নৃত্যশিল্পীদের খুঁজে বের করা হয়। এই দলের প্রধান কুমারী সুরাজ কত্থক ও ভরতনাট্যমসহ ভারতীয় বিভিন্ন নৃত্যশৈলীর ফিউশন করে নতুন একটি ধারা তৈরি করেছেন। এর নাম ‘বলিওয়াক’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist