বিনোদন প্রতিবেদক

  ১২ জানুয়ারি, ২০২৪

‘আমি আমার আদর্শের জন্য কাজ করছি’

আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় দেখা যায় জনপ্রিয় নায়ক রিয়াজকে। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো জাতীয় নির্বাচনে অংশ নেবেন। কিন্তু সেটা করেননি। বরং তিনি সহকর্মী ফেরদৌসকে সমর্থন দিয়েছেন, পাশে থেকেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যে আদর্শে বিশ্বাস করি সেখানে মনোনয়নপ্রাপ্তিটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি এখনো সংসদে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। যদি কখনো প্রয়োজন মনে করি তখন হয়তো দেখা যাবে। এটা সময়ই বলে দেবে। তবে আমি আমার আদর্শের জন্য কাজ করছি। এই আদর্শের জন্য জীবন দিতে প্রস্তুত আছি।’ এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ভোটের দিনও বিকেলে ধানমন্ডিতে ফেরদৌসের দলীয় অফিসে এসেছিলেন রিয়াজ। তার সঙ্গে ছিলেন নায়িকা নিপুণ। মূলত তারা ফেরদৌস ও ভোটারদের উৎসাহ দিতেই হাজির হয়েছিলেন। তার আগে সকালেই স্ত্রীসহ বনানীতে গিয়ে ভোট প্রদান করেন রিয়াজ।

তিনি বলেন, ‘ফেরদৌস আমার মামা। সে পাস করায় যেমন ঢাকা-১০ আসনের জন্য কাজ করবে, তেমনি সিনেমার মানুষের জন্যও কাজ করবে।’ রিয়াজ বলেন, ‘ফেরদৌসের জয় মানে আমাদের চলচ্চিত্রের সবার জয় হয়েছে। আমি বিশ্বাস করি সে মানুষের জন্য সর্বোচ্চটা দিয়েই কাজ করবে। পাশাপাশি সিনেমার মানুষের পাশেও থাকবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close