বিনোদন প্রতিবেদক
সাদিয়া আয়মানের পূর্ণ মনোযোগ এখন ‘স্বপ্নভূক’
সাদিয়া আয়মান, এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। মূলত শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া শালিক’-এ অভিনয় করেই সাদিয়া আয়মান আলোচনায় আসেন। এরপর বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি। আবারও নতুন আরেকটি ওয়েব ফিল্মে কাজ শুরু করেছেন। নাম ‘স্বপ্নভূক’। এটি রচনা এবং নির্মাণ করছেন মাসুম শাহরিয়ার। বর্তমানে প্রায় শেষের দিকে এই ওয়েব ফিল্মের নির্মাণকাজ।
সাদিয়া আয়মান বলেন, ‘আমার প্রথম ওয়েব ফিল্ম মায়া শালিকের জন্য এখনো অনেক সাড়া পাই। এজন্য শিহাব শাহীন ভাইয়া ও অপূর্ব ভাইয়ার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর নতুন ওয়েব ফিল্ম স্বপ্নভূক-এ আমার চরিত্রটি এক কথায় অসাধারণ। টানা কাজ করে যাচ্ছি এতে। একটি নির্দিষ্ট স্থানে যে এর শুটিং হচ্ছে এমনটি নয়। গল্পের প্রয়োজনে ঢাকা, ঢাকার বাইরে নানা জায়গায় শুটিং হচ্ছে। আমি বিগত বেশ কয়েক দিন যাবৎ এই চরিত্রের মধ্যেই ডুবে আছি। আমি চাই আমার ওপর আস্থা রেখে নির্মাতা যেভাবে কাজটি করছেন তাতে যেন তিনি সন্তুষ্ট হতে পারেন। দর্শককে একটি ভালো ওয়েব ফিল্ম উপহার দিতে পারেন। আমি মাসুম শাহরিয়ার ভাইয়ার প্রতি কৃতজ্ঞ আমার ওপর আস্থা রাখার জন্য।’
কিছুদিন আগে সাদিয়া আয়মান তার নিজ জেলা বরিশালে সুব্রত সঞ্জীবের পরিচালনায় ‘রূপগন্ধ’ নাটকে কাজ করেছেন। গেল ঈদে তার অভিনীত ‘দই ফুচকা’, ‘ডুব সাঁতার টু’, ‘বাবুই পাখির বাসা’, ‘নো ইউর পার্টনার’, ‘কষ্টের নাম মায়া’, ‘জল তরঙ্গ’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।
"