বিনোদন প্রতিবেদক

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

মাহি-আদরের সঙ্গে ছবি দেখার সুবর্ণ সুযোগ

প্রিয় তারকার সঙ্গে বসে সিনেমা দেখতে চান? তাহলে এখনই প্রস্তুত হোন। সেই সুবর্ণ সুযোগ নিয়ে আসছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ ছবির টিম। নির্বাচিত ১০ জন ভক্ত পাবেন মাহিয়া মাহি, আদর আজাদ চৌধুরী ও শিপন মিত্রের সঙ্গে বসে সিনেমা দেখার। একই সঙ্গে তাদের সঙ্গে ডিনারের সুযোগও পাবেন তারা।

পরিচালক মানিক জানান, এ সুযোগটি পাওয়ার জন্য ভক্তদের ‘যাও পাখি বলো তারে’ ছবির টাইটেল গানটি খালি গলায় গাইতে হবে। গাওয়া গানটি নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও আকারে আপলোড করতে হবে। ভিডিও পোস্টটি পাবলিক হতে হবে। একই সঙ্গে ভিডিওয়ের ক্যাপশনে লিখতে হবে, নিঃস্বার্থ ভালোবাসা ও বন্ধুত্বের সিনেমা ‘যাও পাখি বলো তারে’। আপনার প্রিয় সিনেমা হলে ৭ অক্টোবর থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে ছবিটি দেখুন। পোস্টের শেষে অবশ্যই #JaoPakhiBoloTare এ হ্যাশট্যাগটি দিতে হবে বলে জানিয়েছেন পরিচালক। তিনি উল্লেখ করেন, ভিডিও পোস্টটি পাবলিক না হলে এবং হ্যাশট্যাগ না দিলে কোনোভাবেই পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। সর্বাধিক ভিউ ও শেয়ার হওয়া ১০ জনকে একজন সঙ্গীসহ পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। গান আপলোডের শেষ সময় ৩১ অক্টোবর। সুদীপ কুমার দীপের কথায় ‘যাও পাখি বলো তারে’ গানটি সুর করেছেন জেকে মজলিস। গেয়েছেন বেলাল খান ও সায়েরা রেজা। বান্দরবানের মনোরম লোকেশনে গানটির দৃশ্যায়নে অংশ নিয়েছেন মাহিয়া মাহি ও আদর আজাদ চৌধুরী। ছবিটি ৭ অক্টোবর থেকে সিনেমা হলে দেখা যাবে।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আদর-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close