বিনোদন ডেস্ক
একাকিত্ব গ্রাস করে জাহ্নবীকে!

একাই ভালো আছেন জাহ্নবী কাপুর। যদিও মাঝেমধ্যে একাকিত্ব গ্রাস করে তাকে, সম্প্রতি এ কথাই প্রকাশ করেছেন নায়িকা। ‘কফি উইথ করণ’-এ এসে সম্প্রতি নিজের ‘সিঙ্গেল’ হওয়ার বিষয়টি জানিয়েছেন জাহ্নবী। পাশাপাশি এটাও ফাঁস করেছেন নায়িকা, কেউ তাকে মলম লাগাতে চাইলে যেন দূরে থাকে। ২৯ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘গুড লাক জেরি’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’র অফিশিয়াল রিমেক এই ছবি। ওই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন নয়নতারা। হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জাহ্নবী। তিনি একজন মাদক চোরাকারবারি চরিত্রে অভিনয় করেছেন।
জাহ্নবী বলেন, ‘আমি একাই ভালো আছি। মাঝেমধ্যে একাকিত্ব বোধ হয়।’ যারা অভিনেত্রীকে ডেট করতে চান, তাদের উদ্দেশে জাহ্নবীর মন্তব্য, ‘আমি সেই জিনিসগুলোর প্রতি আকর্ষণ বোধ করি, যেগুলো নিরাময় করে। আমি সেগুলো রাখতে পছন্দ করি। তুমি যদি আরোগ্য চাও, চলে যাও, এখানে এসো না।’ ভবিষ্যতের প্রেমিক সম্পর্কে কোনো বার্তা দিতে বলা হলে জাহ্নবী বলেন, ‘আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। আমাকে খুশি রাখুক। আমারও মনে হয় তাকে ভালো রাখতে পারব। আমি সবসময় তার পাশে থাকব।’
"