বিনোদন প্রতিবেদক

  ২৯ জুন, ২০২২

প্রথমবার একসঙ্গে মিম-মনোজ

মেধাবী নাট্যনির্মাতা জামাল মল্লিকের পরিচালনায় এবারই প্রথম ফিচার ফিল্মে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। গেল সোম ও মঙ্গলবার রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে প্রথমবার মিমের বিপরীতে অভিনয় করেছেন এ প্রজন্মের ভার্সেটাইল অভিনেতা মনোজ প্রামাণিক। মনোজ জানান, মিম যখন লাক্স সুপারস্টারের একজন অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন, সেসময় অমিতাভ রেজার নির্দেশনায় একটি নাটকে কাজ করেছিলেন। সেই নাটকে অমিতাভ রেজার সহকারী ছিলেন মনোজ প্রামাণিক। সহকারী থেকে বহু বছর পর হলেও মিমের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মনোজ। বিষয়টি মিম জেনেও ভীষণ অবাকই হয়েছেন। সুস্ময় সুমনের রচনায় ও জামাল মল্লিকের পরিচালনায় মিম ও মনোজ প্রথমবার একসঙ্গে ফিচার ফিল্ম ‘চেহারা’তে অভিনয় করেছেন।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি যখন নাটকে নিয়মিত অভিনয় করতাম, ঠিক সেসময় অনামিকা নামক একটি নাটকে অভিনয় করেছিলাম জামাল মল্লিক ভাইয়ার পরিচালনায়। বহু বছর পর এবার একটি ফিচার ফিল্মে অভিনয় করেছি। আমার কাছে মূলত গল্পটা এবং চরিত্রটি ভালো লেগে ছিল বিধায় ফিচার ফিল্মটি করেছি। তাছাড়া কাজ করতে এসে জানলাম যে, আমি আমার অভিনীত একটি নাটকে মনোজ ভাই ছিলেন সহকারী পরিচালক। আর এখন তিনি একজন ভালো অভিনেতা। তো মনোজ ভাই ভালো অভিনয় করেন বিধায় তার সঙ্গে কাজটি করতে সম্মতি জানাই। কারণ যারা ভালো অভিনয় করেন, তাদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। আমি নিজেও তাদের কাছ থেকে অভিনয় শিখতে পারি।’

মনোজ প্রামাণিক বলেন, ‘এর আগেও জামাল ভাইয়ের পরিচালনায় আমি দু-তিনটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর মিম যখন অভিনয় শুরু করেন, তখন নাটক নির্মাতার সঙ্গে সহকারী হিসেবে আমার কাজ করা শুরু। তখন আমি অভিনয় করব- এমনটাও ভাবনায় ছিল না। যাহোক মিম এখন এ দেশের অনেক বড় একজন সুপারস্টার। তার সঙ্গে অবশেষে প্রথম কাজ হলো, এটাও অনেক ভালো লাগার। মূলকথা কাজটি ভালো হয়েছে। দর্শকের ভালো লাগবে।’

জামাল মল্লিক বলেন, ‘আমার পরিচালনায় দুজনের প্রথম একসঙ্গে কাজ হলো, এটা আমার ভালো লাগা। মিমকে বিশেষ ধন্যবাদ ফিচার ফিল্মটির জন্য অনেক শ্রম দেওয়ার জন্য। ধন্যবাদ মনোজকেও।’ আগামী ঈদে ‘চেহারা’ দীপ্ত টিভিতে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close