বিনোদন প্রতিবেদক

  ২০ জুন, ২০২২

বাবাকে নিয়ে গাইলেন রিফাত

প্রতি বছরই জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় বাবা দিবস। বাবাকে স্মরণ করতে সন্তানদের কমতি থাকে না। বাংলাদেশও এই উদ্‌যাপনে পিছিয়ে নেই। তারই ধারাবাহিকতায় এবার গান বাঁধলেন তরুণ সুরকার মুরাদ নূর। কবি আমিরুল হাছানের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন নবাগত কণ্ঠশিল্পী রিফাত। বাবা দিবস উপলক্ষে চিত্র পরিচালক বদিউল আলম খোকনের তত্ত্বাবধানে ‘বাবা’ শিরোনামের গানটির স্টুডিও পার্ট গতকাল গান-কবিতা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মুরাদ নূর বলেন, “অডিও-নাটক-চলচ্চিত্রের জন্য অনেক গান বাঁধলেও বাবাকে নিয়ে বানানো এটাই আমার প্রথম গান। ভীষণ যত্ন নিয়ে গানটি সৃষ্টি করেছি। আমিরুল হাছান ও আমি গানটি নিয়ে দীর্ঘদিন সমন্বয় করেছি। কণ্ঠ ও মেধাকে বরাবরই মূল্যায়ন করি। তাই নবাগত সংগীতশিল্পী রিফাতের কণ্ঠে দিয়েছি আমাদের বিশেষ গান ‘বাবা’। পৃথিবীর সব বাবাকে বিনম্র শ্রদ্ধা জানাই।” কবি আমিরুল হাছান বলেন, ‘আমি মুরাদ নূর বেশ কিছু গান একসঙ্গে করেছি। আমাদের সমন্বয় ভালো হয়। এই বিশেষ কাজটিও বেশ সমন্বিত কাজ। রিফাত ভালো গেয়েছে। বড় ভাই বদিউল আলম খোকনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আশা করি পৃথিবীর সব সন্তানের গানটি ভালো লাগবে।’ রিফাত বলেন, ‘আমি ভীষণ আনন্দিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close