বিনোদন প্রতিবেদক

  ২১ মে, ২০২২

শো নিয়ে ব্যস্ত ইমরান-ঝিলিক

ইমরান ও ঝিলিক বাংলাদেশের সংগীতাঙ্গনের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী। ২০০৮ সালে সেরাকণ্ঠ থেকে বের হয়ে প্রথমে তারা বেশ কয়েকটি দেশে স্টেজ শো করেছিলেন। এরপরও বিভিন্ন সময়ে কাতার, দুবাইসহ বেশ কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে স্টেজ শোতে অংশ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তারা বেলজিয়াম, সুইডেন ও প্যারিসে শো করছেন। গেল ৮ মে বিশ্ব মা দিবসে ইমরান ও ঝিলিক বেলজিয়ামে একটি শোতে পারফর্ম করেন। পরে সেখান থেকে সুইডেনে গেল ১৫ মে স্টেজ শোতে অংশ নেন। আগামীকাল প্যারিসে আরো একটি শোতে অংশ নেবেন ইমরান ও ঝিলিক। মুঠোফোনে ইমরান বলেন, ‘বরাবরের মতো এবারও ভীষণ ভালো লাগা কাজ করছে। সঙ্গে আমার ভালো বন্ধু ঝিলিকও রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের আহ্বানে দেশ থেকে বিদেশের মাটিতে ছুটে আসি শুধুই তাদের আন্তরিকতা ও ভালোবাসার কারণে। তারা আমাদের রেমিট্যান্সযোদ্ধা। তাদের আহ্বানকে শ্রদ্ধা জানাই। বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ দেখে মন ভরে যায়। আমরাও গানে গানে মন ভরিয়ে দেওয়ার চেষ্টা করি।’

ঝিলিক বলেন, ‘আমি মনে করি, সহশিল্পী হিসেবে ইমরান আমার বেস্ট কো-আর্টিস্ট। আমরা একে অন্যের খুব ভালো বন্ধু। যে কারণে আমাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। এরই মধ্যে বেলজিয়াম এবং সুইডেনে শো করেছি। প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। দর্শক আমাকে এবং ইমরানকে তাদের ভালোবাসায় সিক্ত করেছে। আর আমরাও গানে গানে তাদের মুগ্ধতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি।’ ইমরান-ঝিলিকের এবারের ট্যুরে মিউজিশিয়ান হিসেবে ড্রামসে আছেন সজল কুমার সাহা মিঠু এবং কী-বোর্ডে কাইয়ূম খান। ঝিলিক-ইমরান জানান, আগামী ২৪ মে তারা দেশে ফিরবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close