বিনোদন প্রতিবেদক

  ১২ মে, ২০২২

২০ মে মুক্তি পাচ্ছে ‘পাপ-পুণ্য’

অবশেষে মুক্তি পাচ্ছে তারকাবহুল সিনেমা ‘পাপ-পুণ্য’। আগামী ২০ মে মুক্তির মিছিলে যুক্ত হচ্ছে খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের এ সিনেমা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের উপদেষ্টা ও সিনেমাটির নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, করোনার কারণে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেও সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ২০ মে দেশ ও দেশের বাইরে এবার একযোগ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ‘পাপ-পুণ্য’ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন প্রমুখ।

২০১৯ সালের ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর মোট ৩৪ দিনে শুট শেষ হয় ‘পাপ-পুণ্য’ সিনেমার। চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ভাষ্য, “পাপ-পুণ্য’ আমার চতুর্থ সিনেমা হলেও লাভ ট্রিলজির প্রথম পার্ট ‘মনপুরা’ ও দ্বিতীয় পার্ট ‘স্বপ্নজাল’-এরপর এটি হতে যাচ্ছে তৃতীয় ও শেষ পার্ট।” সবশেষ ঘোষণা দিয়েও ঈদুল ফিতরে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছিল সিনেমাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close