বিনোদন প্রতিবেদক

  ২৪ জুন, ২০২১

চলচ্চিত্রেই নিয়মিত হতে চান নিথর মাহবুব

নিথর মাহবুব, একাধারে সাংবাদিক, মূকাভিনেতা ও নাট্যাভিনেতা। মূলত মূকাভিনয় শিল্পকে মনেপ্রাণে লালন করেই তিনি আজ একজন দর্শকপ্রিয় অভিনেতায় নিজেকে পরিণত করেছেন। বর্তমানে দৈনিক সংবাদের বিনোদন বিভাগের প্রধান হিসেবে কাজ করার পাশাপাশি নানা সময়ে বিভিন্ন নাটকে অভিনয়ও করেন। গতকাল গাজীপুরে মীর সাখাওয়াত হোসেনের পরিচালনায়, রাজীব মণি দাসের রচনায় ‘হারমোনিয়াম শো’ নাটকে অভিনয় করেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন মাসুম আজিজ, আ খ ম হাসান, খলিলুর রহমান কাদেরী, শাওনসহ অনেকেই। অভিনয়জীবনের পথচলায় নিথর মাহবুব প্রয়াত পরিচালক মহম্মদ হাননানের পরিচালনায় ‘শিখন্ডী কথা’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর আর কোনো সিনেমায় কাজ করার সুযোগ হয়ে উঠেনি। তবে সিনেমায় কাজ করার প্রবল আগ্রহ রয়েছে। নিথর মাহবুব বলেন, ‘হাননান ভাই তার সিনেমায় কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। একজন ভালো মানুষ ছিলেন তিনি। তার সঙ্গে আত্মার সম্পর্ক ছিল। হয়তো বেঁচে থাকলে তার সিনেমায় আরো কাজ করা হতো। তার পরও এখনো আশায় বুকে বেঁধে আছি, হয়তো আগামীতে ভালো সিনেমায় কাজ করার সুযোগ পাব। আমি যেহেতু একজন ভার্সেটাইল অভিনেতা। তাই সিনেমায় যেকোনো ধরনের চরিত্রে কাজ করতে চাই। তবে অবশ্যই সেই চরিত্রের গুরুত্ব থাকতে হবে।’ নিথর মাহবুব প্রথম টিভি নাটকে অভিনয় করেন জুয়েল মাহমুদের পরিচালনায় ‘ললিতা’ ধারাবাহিকে। দুরন্ত টিভির ‘দুরন্ত সময়’-এ তাকে মুকাকু চরিত্রে দেখা যায়। এই চরিত্রেই এখন অনেকেই তাকে চেনেন। বিশেষত বাচ্চাদের কাছে মুকাকু চরিত্রটি বেশ জনপ্রিয়। আবার বিপ্লবের পরিচালনায় দুরন্ত টিভিতে প্রচারিত ‘টিরিগিরি টক্কা’ নাটকে বজুল চোর চরিত্রে অভিনয় করেও নিথর মাহবুব বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close