বিনোদন প্রতিবেদক

  ১৬ এপ্রিল, ২০২১

নিজের গল্পেই প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবারই প্রথম নিজের গল্পে অভিনয় করেছেন। এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাউস নং ৯৬’-এর বিশেষ সাতটি পর্বে তিনি অভিনয় করেছেন। এরই মধ্যে পর্বগুলো এনটিভিতে প্রচার হয়েছে। যদিওবা বিশেষ সাতটি পর্বের কোনো নাম নেই। তার পরও তানজিন তিশা অভিনীত পর্বগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কারণ তানজিন তিশা তার নিজের গল্প ভাবনায় এই বিশেষ সাতটি পর্বে কাজের মেয়ে আকলিমা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। এর আগে তানজিন তিশাকে কাজের মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা যায়নি বলেও দর্শক তানজিন তিশাকে এই চরিত্রে বেশ গ্রহণ করেছেন। একজন অভিনেত্রীকে একই ঘরানার চরিত্রে দর্শক অভিনয়ে দেখতে দেখতে তা থেকে বেরিয়ে যখন ব্যতিক্রম কোনো চরিত্রে অভিনয়ে দেখেন, তখন দর্শকও তা আগ্রহ নিয়ে উপভোগ করেন। আকলিমা চরিত্রে তানজিন তিশার অভিনয় যেমন অনবদ্য হয়েছে; ঠিক তেমনি চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য তার পোশাক-আশাক এবং সর্বোপরি একজন কাজের মেয়ের হাঁটাচলা, কথা বলার ধরন সবকিছু তানজিন তিশা রপ্ত করে নিয়েই অভিনয় করেছেন বিধায় চরিত্রটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। শুধু দর্শকই নয়, অনেক নির্মাতা, সহশিল্পীরাও তানজিন তিশার এই চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে বেশ প্রশংসা করছেন। তিশা নিজেও বেশ সাড়া পাচ্ছেন। গতকাল দুপুরে মুঠোফোনে তার সঙ্গে কথা হলে তানজিন তিশা বলেন, ‘নিজের গল্প ভাবনা নিয়ে হিমি ভাই আমার চরিত্রটির ওপর গুরুত্ব দিয়ে হাউস নং ৯৬ নাটকটির বিশেষ সাতটি পর্ব নির্মাণ করেছেন। তিনি চরিত্রটির জন্য আমার ওপর আস্থা রেখেছেন। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি নিজেকে ভুলে গিয়ে চরিত্রটিতে ডুবে গিয়ে অভিনয় করতে। আমি বলব না যে, আমি খুব ভালো করেছি, কিন্তু একজন আকলিমার চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে আমার সর্বাত্মক চেষ্টার কোনো কমতি ছিল না। সহশিল্পীরাও বেশ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে নাটকটি প্রচারের পর থেকে সত্যিই আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার ভক্ত-দর্শকের কাছে আমি কৃতজ্ঞ যে, তারা আমার অভিনীত নাটক দেখে তাদের ভালো লাগা প্রকাশ করছেন। একজন শিল্পী হিসেবে এটাই আমার সার্থকতা। নিজের গল্পে নিজেই অভিনয় করে এত সাড়া পাব, ভাবিনি। আগামী দিনেও এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই, যেখানে নিজের অভিনয়সত্তাকে ফুটিয়ে তোলার সুযোগ থাকে।’

এই নাটকে তানজিন তিশার কণ্ঠে ‘ও মাগো মা’ সংলাপটিও বেশ আলোচনায় এসেছে। এদিকে গত ১৪ এপ্রিল বৈশাখের দিন আরটিভিতে প্রচার হয়েছে সাগর জাহানের পরিচালনায় তানজিন তিশা অভিনীত নাটক ‘টোনাটুনির ভালোবাসা’। তানজিন তিশা আশাবাদ ব্যক্ত করেন যে, এই নাটকের জন্যও তিনি বেশ ভালো সাড়া পাবেন। এতে তার বিপরীতে আছেন তাহসান খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close