বিনোদন প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০২০

পথশিশুদের মুখে হাসি ফোটাচ্ছেন মেহজাবিন

বিশ্বের অনেক দেশে শোবিজ তারকারা নানা সেবামূলক কাজে যুক্ত। কেউ পরিবেশ রক্ষণায় রাখছেন বিশেষ ভূমিকা। কেউ জড়িয়ে আছেন আর্তমানবতার সেবায়। দেশেও এমন অনেকে এসব দায়িত্ব পালন করেছেন কিংবা এখনো জড়িয়ে আছেন সেসব কাজে। তাদের একজন মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দুই বছর আগে প্রতিষ্ঠা করেন সেবামূলক প্রতিষ্ঠান হাসি ফাউন্ডেশন। তারপর থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য দেশের বিভিন্ন স্থানে নানা কার্যক্রম পরিচালনা করছেন তার ভক্তরা। এ ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মেহজাবিন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা, চট্টগ্রামের সিআরবি, বগুড়া রেলস্টেশন, ফেনী রেলস্টেশন, নড়াইল নতুন বাস টার্মিনাল ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে প্রায় ৬০০ পথশিশু ও সুবিধাবঞ্চিতের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, হাসি ফাউন্ডেশন নানা সেবামূলক কাজে।

এ বিষয়ে সংগঠনটির সহসভাপতি জয় বিশ্বাস বলেন, ‘২০১৮ সালে রমজানে ঢাকায় গরিব-দুঃখীদের মাঝে আমরা বস্ত্র বিতরণ করি। এটি আমাদের প্রথম কার্যক্রম ছিল। তারপর বেশকিছু এতিমখানায় ইফতার ও খাবার বিতরণ করেছিলাম। এরপর থেকে পথশিশুদের জন্য প্রতি ঈদে জামা-কাপড় কিনে দেওয়া ও তাদের চিকিৎসায় সহযোগিতা করাসহ নানাভাবে কাজ করে যাচ্ছি।’ নানা সেবামূলক কাজের মধ্য দিয়ে অসহায় পথশিশুদের মুখে যেভাবে হাসি ফোটাচ্ছেন মেহজাবিন। সেই হাসির ফোয়ারা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close