বিনোদন প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০২০

তিন বছর পর একসঙ্গে তারা

অভিনয় জীবনের শুরুতে গুণী অভিনেতা আজিজুল হাকিমের সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন শানারেই দেবী শানু। সর্বশেষ তিন বছর আগে একসঙ্গে কাজ করেন দুজনে। এবার তিন বছর পর আবার আজিজুল হাকিমের সঙ্গে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য একটি নাটকের কাজ শেষ করলেন শানু। গত রবি ও সোমবার নাটকটির কাজ শেষ করেছেন তারা। নাটকের নাম ‘বই বিভ্রাট’। নাটকটি রচনা করেছেন রৈভ্য আহমেদ এবং প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান। মূলত একটি লাইব্রেরির বই হারিয়ে যাওয়ার ৫০ বছর পর বেশ মোটা অঙ্কের টাকার জরিমানাকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যায়।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, ওয়াহিদা মল্লিক জলি ও সাঈদ বাবু। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘যেহেতু নাটকটির গল্প বইকে কেন্দ্র করে এবং গল্পটা একেবারেই ব্যতিক্রম একটি গল্প, তাই কাজটি করে ভীষণ ভালো লেগেছে আমার। এখন তো আসলে ভিন্ন ধরনের গল্পের খুব অভাব। সেই হিসেবে বই বিভ্রাট নাটকটি এ সময়ের অন্যান্য অনেক নাটকের চেয়েই একেবারেই ব্যতিক্রমধর্মী গল্পের নাটক। দীর্ঘদিন পর শানুর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আশা করছি, নাটকটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে।’

শানু বলেন, ‘হাকিম ভাই ভীষণ গুণী একজন অভিনেতা। সত্যি বলতে কী ছোটবেলায় তার অভিনীত অনেক নাটকই টিভিতে দেখেছি। বড় হয়ে সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করবÑ এটা কখনোই ভাবনায় ছিল না। হাকিম ভাই শুধু একজন ভালো অভিনেতাই নন, একজন আপাদমস্তক ভালো মনের মানুষ। যেহেতু আমি নিজেও লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। তাই বই বিভ্রাট নাটকটিতে অভিনয় করতে আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে।’

এদিকে আগামী ১ ফেব্রুয়ারি ভাষার মাসের শুরুর দিন রাত ৯টায় ‘বই বিভ্রাট’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।

বর্তমানে আজিজুল হাকিম অনিমেষ আইচের নির্দেশনায় দুরন্ত টিভির জন্য নির্মিত নতুন ধারাবাহিক ‘বোকা ভূত’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া আগামী একুশে গ্রন্থমেলায় শানুর লেখা উপন্যাস ‘লিপস্টিক’ ও কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ প্রকাশিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close