বিনোদন প্রতিবেদক

  ০৩ অক্টোবর, ২০১৯

মঞ্চে আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’

দুই বছর পর মঞ্চস্থ হতে যাচ্ছে আরণ্যকের দর্শকপ্রিয় নাটক ‘ময়ূর সিংহাসন’। আগামী ৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে প্রদর্শিত হবে আরণ্যকের ৩২তম এ প্রযোজনা। ১৯৯৯ সালে প্রথম মঞ্চে আনা হয় নাটকটি। ২০০৯ সালে নাটকটির শততম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন শাহ আলম দুলাল। নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে, ক্ষমতার নিকটবর্তী মানুষরাই দেশপ্রেমিক হয়ে থাকে। কিন্তু দল, ক্ষমতা এসবের বাইরেও বিশাল জনগোষ্ঠীর মধ্যে কোথায় কীভাবে দেশপ্রেমের অগ্নিশিখা প্রজ্বলিত রয়েছে; তা দেখার অভ্যাস আমাদের গড়ে উঠেনি বললেই চলে। অথচ কত নিভৃত পল্লীতে দেশপ্রেমকে বুকে বেঁধে কত বীর নীরবে শাসকের হাতে নিগৃহীত হয়েছেন, আজও হচ্ছে, তার হিসাব আমরা কজন রাখি?’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, মান্নান হীরা, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, আমানুল হক হেলাল, পরিমল মজুমদার, আমিনুল হক, আমিন আজাদসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close