বিনোদন প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৯

মঞ্চে আসছে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’

কবি থেকে হয়েছিলেন রাষ্ট্রনায়ক কালিদাস। সৃজনশীলতা ও ক্ষমতার দ্বন্দ্বে আবারও কবিতায়ই ফিরে এসেছেন। এই কবি কালিদাসকে মঞ্চে নিয়ে এসেছে থিয়েটার ফ্যাক্টরি। নাম ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। নাটকটি লিখেছেন মোহন রাকেশ। অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। আর নির্দেশনার দায়িত্বে আছেন আলোক বসু। তিনি জানান, এই নাটকে কবি কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব তুলে আনা হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব, তার জীবনে প্রেম, প্রকৃতি উঠে এসেছে। পাশাপাশি ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কবি কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরে আসতে চেয়েছেন, তা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উঠে এসেছে এই নাটকে। নাটকটিতে অভিনয় করছেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, শারমীন মাসরুরা খানম, হাসানুজ্জামান খান, আর কে এম মোহসেনসহ অনেকে। নাটকের সংগঠন থিয়েটার ফ্যাক্টরির এটি প্রথম প্রযোজনা। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হচ্ছে ২৫ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। এ ছাড়া ২৬ ও ২৭ জুলাই প্রতিদিন সন্ধ্যা ৭টায় যথাক্রমে পরীক্ষণ থিয়েটার হলে ও মহিলা সমিতি মঞ্চেও দেখানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close