বিনোদন প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০১৯

বর্ষপূর্তিতে নতুন আঙ্গিকে এশিয়ান টিভি

নতুন বছরে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে আসছে এশিয়ান টিভি। যাতে থাকবে শতভাগ মুক্তিযুদ্ধের চেতনামিশ্রিত বাঙালিয়ানা। ষষ্ঠ বর্ষপূর্তির আগে গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিদেশি চ্যানেল ও সংস্কৃতির আগ্রাসন রোধে নিজস্ব অনুষ্ঠানের মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে এশিয়ান টেলিভিশন। বিশেষ করে জীবনধর্মী ও রুচিস্নিগ্ধ নাটক নির্মাণ করবেন প্রতিষ্ঠানটি। রাজধানীর নিকেতনে অবস্থিত এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আগামী দিনের পরিকল্পনা ও বর্ষপূর্তির জমকালো অনুষ্ঠানমালা নিয়ে বক্তব্য রাখেন। তিনি জানান, দেশি-বিদেশি দর্শকদের মন জয় করে ১৮ জানুয়ারি সপ্তম বর্ষে পদার্পণ করছে এশিয়ান টেলিভিশন। ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দর্শক শ্রোতাদের জন্য গুণগতমানের অনুষ্ঠানমালা নিয়ে আসছে এশিয়ান পরিবার। একইসঙ্গে এশিয়ান টিভি বাঙালি সংস্কৃতির বিকাশের অগ্রপথিকের ভূমিকা পালন করবে এবং দেশের সার্বিক উন্নয়নে অনন্য অবদান রাখবে ইনশাআল্লাহ। মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণে সবার সহযোগিতা চান তিনি। পাশাপাশি মিডিয়া প্রতিষ্ঠানটির গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো অনুষ্ঠান নির্মাণে গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও আশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব প্রোগ্রাম জাহিদ হোসেন শোভন, ডেপুটি হেড অব প্রোগ্রাম তানভীর তন্ময়, চিফ নিউজ এডিটর মো. বেলাল হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close