বিনোদন প্রতিবেদক

  ০৮ ডিসেম্বর, ২০১৮

আরটিভিতে ‘নাটকীয় প্রেম’

ঘড়িতে রাত দুটোর বেশি বাজে। একটা ছাড়া মূর্তিকে চোরের মতোই এদিক-ওদিক ঘুরঘুর করতে দেখা যায় মাজেদা বেগমের বাড়িতে। মুনিয়ার ঘরে চোর মূর্তি দরজা খুলে উঁকি দিয়ে দেখে কেউ নেই। ফাঁকা ঘরে চুরি করতে সুবিধে হবে, এমনটা ভেবেই হয়তো চোর মূর্তি ঢুকে পড়ে মুনিয়ার ঘরে। অন্যদিকে, মাজেদা বেগম ঘুম ভেঙে পানি খেতে ডাইনিংয়ে এলে মুনিয়ার ঘরে আলো জ্বলতে দেখে উৎসুক হয়ে ওঠেন। দরজার ফাঁকা দিয়ে তাকাতেই যেন চোর দেখতে পেয়ে আঁতকে ওঠেন।

সকালে মুনিয়া অদ্ভুতভাবে তাকিয়ে থাকে চেয়ারের সাথে বেঁধে রাখা অজ্ঞান চোরের দিকে। মাজেদা বেগম জানায় রাতের ঘটনা। চোরের জ্ঞান ফেরার আগেই পুলিশে কল করতে চাইলে মুনিয়া তাকে বাধা দেয়। জানায় লোকটার আসল পরিচয় না জেনে পুলিশকে কল করা ঠিক হবে না। তার ওপর মাজেদা বেগম তাকে আঘাত করেছে। এখনো জ্ঞান ফেরেনি। দেখে তো ভদ্রঘরের ছেলেই মনে হচ্ছে। যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে তো পুলিশ এসে উল্টো মাজেদা বেগমকেই ধরবে। মেয়ের কথায় মাজেদা বেগম যেন কিছুটা শঙ্কিত হয়ে ওঠে। দ্রুত তার এক ডাক্তার বান্ধবীকে ফোন করে সাহায্যের জন্য। ডাক্তার আসার পরে চোরের বাঁধন খুলে চেয়ার থেকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। জ্ঞান ফিরলে বোঝা যায় মাথায় আঘাত লাগার ফলে চোর তার স্মৃতিশক্তি হারিয়েছে। কিছুই মনে করতে পারছে না। মহাবিপদে পড়া গেল। এমন কাহিনি ঘিরেই গড়ে উঠেছে ‘নাটকীয় প্রেম’ শিরোনামের একক নাটকের গল্প।

রূপান্তরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ। এতে অভিনয় করেছেন অপূর্ব, নাইরুজ সিফাত, ডলি জহুর, পীরজাদা হারুনসহ অনেকে। আজ রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close