বিনোদন ডেস্ক

  ২১ জুন, ২০১৮

গন্তব্যের খুব কাছাকাছি ইরফান

জটিল রোগে আক্রান্ত ভারতীয় অভিনেতা ইরফান খান। জীবনযুদ্ধের সেই লড়াইয়ে জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তিনি। চিকিৎসার জন্য পরিবারসহ লন্ডনে পাড়ি দেন এই অভিনেতা। কয়েক মাস লন্ডনে চিকিৎসার পর ইরফান জানান, তিনি হাইগ্রেড নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত। এই বিরল ক্যানসার রোগের চিকিৎসা সম্পর্কে গবেষণাও এখনো সেভাবে হয়নি। তাই অনিশ্চয়তাই এই রোগের একমাত্র নিশ্চয়তা।

ইরফান আরো বলেন, এ রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রথমে ছিল আতঙ্ক, তারপর এলো এক অদ্ভুত শান্তি। কারণ, এখন তিনি বুঝেছেন জীবনের এই বিশাল সমুদ্রে তিনি সামান্য এক নাবিক। যিনি চাইলেও সমুদ্রের স্রোতকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। বরং যেভাবে স্রোত আসবে, সেভাবেই তার এগিয়ে যাওয়া উচিত। যত দিন ডুববেন না, তত দিন তিনি সৈনিক। যেদিন সময় আসবে, সেদিন তিনি তলিয়ে যাবেন অতলে। একটা চলন্ত ট্রেনে এত দিন ছুটছিলেন অভিনেতা। সেখানে ছিল ব্যস্ততা, স্বপ্ন ভাঙা-গড়ার আনন্দ, লক্ষ্য, পরিকল্পনা। আচমকা টিকিট পরীক্ষক ডেকে তাকে জানিয়েছেন, তোমার গন্তব্য এসে গেছে। নেমে যেতে হবে এবার। যদিও তিনি রাজি নন, মানতে চাননি যে তার গন্তব্য এত তাড়াতাড়ি এসে যাবে। কিন্তু বাস্তব এটাই তিনি গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তাকে যেকোনো সময়

নেমে যেতে হবে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist