বিনোদন প্রতিবেদক

  ২২ মার্চ, ২০১৮

ঢাকায় উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

ঢাকা চলচ্চিত্র আন্দোলনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১৮। আগামীকাল শুক্রবার দিনব্যাপী এ উৎসবে মোট ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের উদ্বোধন করবেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। সেলিম তার মুক্তিপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর কলাকুশলী নিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধান অতিথি থাকবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির বটতলায় বিকেল ৫টায় উৎসব শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত। উৎসবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হচ্ছেÑবিসর্জন, টুনেস, আই এম নোবডি, সহজ মানুষ, শুকতারা, গহীন ঘর, একদিন, মধুকর, পাঠকের মৃত্যু, ইতিবৃত্ত কিংবা বাস্তবতা পুনরারম্ভ, জল ও পানি, শ্যাডো অব লাভ। আমন্ত্রিত চলচ্চিত্রের মধ্যে রয়েছেÑকবি স্বামীর মৃত্যুর পর আমার জবান বন্দী, এ লেটার টু গড, পৌনঃপুনিক ও অঙ্গজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist