বিনোদন প্রতিবেদক

  ১৩ মার্চ, ২০১৮

তারকাবহুল ধারাবাহিক ‘মেঘে ঢাকা শহর’

ঢাকার নাগরিক কোলাহলে নিত্যদিনই বাড়ছে নানান মানুষের আনাগোনা। গ্রাম ছেড়ে জীবনের ও জীবিকার প্রয়োজনে মানুষ ছুটছে ঢাকার দিকে। যৌথ পরিবারগুলো ভেঙে হয়ে যাচ্ছে টুকরো টুকরো। জীবনের হাসি-কান্না, আনন্দ-বেদনার পাশাপাশি আদর্শের বিচ্যুতি এবং স্বপ্নের বুনন নিয়ে এগিয়ে যাওয়ার গুটিকয়েক মানুষের জীবন নিয়ে গল্প এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’। একটি পরিবারের মাধ্যমে নাটকটি শুরু হলেও ঘটনার পরম্পরা তা বিস্তৃত হয়ে থাকবে বহু চরিত্রের নানান বহুমাত্রিক ঘটনার মধ্য দিয়ে। যেখানে প্রেম যেমন থাকবে, তেমনি থাকবে জীবনের জয়গান। শত প্রতিকূলতার মধ্যেও নাগরিক জীবনের বারবার ফিরে আসে মূল্যবোধের ক্ষয়, আদর্শ, বিচ্যুতি ও প্রেমের হাতছানি। পাশাপাশি তরুণসমাজের বেঁচে থাকার অহর্নিশ আকুতি ও একঝাঁক তরুণের স্বপ্ন, কষ্ট, কান্না ও লড়াইয়ের গল্প হলো ‘মেঘে ঢাকা শহর’ নাটকের গল্প।

রুদ্র মাহফুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ডা. এনামুল হক, শম্পা রেজা, জিয়াউল ফারুক অপূর্ব, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম নাঈম, তানিয়া হোসেন, লুৎফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, আজমেরী হক বাঁধন, ডা. এজাজ, নাঈম, তানভীর, রমিজ রাজু, অলিউল হক রুমি, রাতুল, সামিয়া সাঈদ, কাজী উজ্জ্বল, মুকুল সিরাজ, মৌরি সেলিম, তিথি কবির, তানিন তানহা, দিলরুবা টুসি, সাকি, সামান্তা, সোমা শেখ মৌসহ অনেকে। প্রযোজনা সংস্থা টাইম’স ইনভিশনের ব্যানারে নির্মিত ধারারাবাহিক নাটকটির সূচনা সংগীত গেয়েছেন হাবিব ওয়াহিদ। আজ থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist