রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

  ৩১ ডিসেম্বর, ২০১৮

রামগঞ্জে ৪৩ বছরের কলঙ্ক মোচন করল আ.লীগ

লহ্মীপুর-১ রামগঞ্জ আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে উপজেলার ৮৫ ভোটকেন্দ্রের ৪৬২টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটাররা স্বতস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

সরেজমিনে রামগঞ্জ ষ্টেশন মডেল কলেজ কেন্দ্র, দরবেশপুর, করপাড়া, সোন্দড়া, নারায়নপুর, রতনপুর, আঙ্গারপাড়া, নোয়াগাঁও, ভাদুর, নান্দিয়াপাড়া, পানপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটারদের উপচেপড়া ভীড়। এ সময় নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

পানপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাটিতে ভর করে ভোট দিতে আসা ৯৫ বছর বয়সী সুলতান আহমেদ বলেন, আমি জীবনে প্রথম এবারেই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি।

উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন বলেন, ১৯৭৩ সালের নির্বাচনে আবদুর রশিদ আ.লীগের প্রার্থী হিসাবে নির্বাচিত হন। এরপর ৪৩ বছর পর এবার আ.লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে আনোয়ার খান নির্বাচিত হওয়ায় রামগঞ্জ আ.লীগের কলঙ্ক মোচন হয়েছে। অবশ্য ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে মহাজোটের মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে তরিকত ফেডারেশনের এম এ আউয়াল নির্বাচিত হন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রিজাউল করিম আনুষ্ঠানিকভাবে জানান, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খান ১ লক্ষ ৮৫ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ৩ হাজার ৮৯২, হাতপাখা প্রতীকে ডা. রফিকুল ইসলাম ২ হাজার ৮০৯, আম প্রতীকে মোশারফ হোসেন ৪৬৯, কাঁঠাল প্রতীকে আলমগীর হোসেন ৪৯ ভোট, টেলিভিশন প্রতীকে সিরাজ মিয়া ৪৩০, হারিকেন প্রতীকে রেজাউল করিম ৩৩ ভোট পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close