বগুড়া প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর, ২০১৮

সারিয়াকান্দিতে নৌকার প্রচার মাইকে অগ্নিসংযোগের অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থীর নৌকা মার্কার প্রচার মাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা দূস্কৃতকারীদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) এনায়েতুর রহমান এ তথ্য জানান।

মামলা ও নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর সদরের বাড়ইপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর ভ্যানে মাইক লাগিয়ে আ.লীগ প্রার্থী আব্দুল মান্নানের প্রচারণা চলছিল। এ সময় মুখোশ পরিহিত অবস্থায় কয়েকজন দূর্বৃত্তরা চালককে আটকে কেরোসিন ঢেলে মাইকে আগুন দিয়ে পালিয়ে যায়। ভ্যান চালক আইনুর জানায়, মুখোশধারী ৫-৬ জনলোক আমার চোখ বেঁধে মাইকে আগুন চাগিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক আওয়ামীলীগের নেতাকর্মীরা পৌর সদরে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। পরে পাবলিক ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আ.লীগ নেতা মমতাজুর রহমান, যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার, ছাত্রলীগের সভাপতি সোহান সাগর প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close