আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জুলাই, ২০১৭

তিব্বতে অস্ত্র-মহড়া চীনের

ভারতকে ভয় দেখাতে এবার তিব্বতে অস্ত্র মহড়া করল চীনের পিপল লিবারেশন আর্মি। চীনের সিসিটিভিতে তার লাইভ প্রদর্শনও করা হলো। এর আগে কখনো পিপল লিবারেশন আর্মির সামরিক মহড়া টেলিভিশনে লাইভ দেখানো হয়নি। সূত্রের খবর এই সামরিক মহড়ায় যোগ দিয়েছিল তিব্বত মিলিটারি কমান্ড এবং চীনের দুই প্লেটুন মাউন্টেন ব্রিগেড। এই তিব্বত মিলিটারি গার্ডই ভারত-চীনের সীমান্তে পাহারা দেয়। সূত্রের খবর, তিব্বতে ব্রহ্মপুত্র নদের ব্রিজের কাছাকাছিই হয়েছে এই মহড়া। এই একটি নদই চীন থেকে ভারত ও বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। অনলাইনেও চীনা বাহিনী এই মহড়ার ছবি পোস্ট করেছে। তাতে দেখা গেছে, সেনাবাহিনী অ্যান্টি ট্যাংক গ্রেনেড, বাংকার ধ্বংসকারী মিসাইল এবং হাউইৎজার ব্যবহার করছে। এ ছাড়াও শত্রুপক্ষের যুদ্ধবিমান ধ্বংসকারী অস্ত্রও প্রয়োগ করেছে তারা। প্রায় ১১ ঘণ্টা এই মহড়া চলে।

ভারতকে ভয় দেখাতেই চীনের এই সামরিক মহড়া বলে মনে করছে রাজনৈতিক মহল। ডোকা লা থেকে সেনা সরানোর জন্য ভারতকে রীতিমতো হুমকি দিয়েছে চীন। ডোকা লায় অবৈধভাবে দখল করে বাংকার তৈরি করেছে ভারতীয় বাহিনী-এই অভিযোগে জুন মাসের শেষের দিকে ফৌজের দুটি বাংকার গুঁড়িয়ে দেয়। এই নিয়ে চাপান উতোর চলছে। তার জেরে বন্ধ হয়ে গেছে সিকিমের নাথু লা দিয়ে মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist