আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুলাই, ২০১৭

সেনাবাহিনীর বহর অর্ধেক কমাচ্ছে চীন

সেনাবাহিনীর বহর অর্ধেক কমিয়ে ফেলছে চীন। চীনের সেনাবাহিনী ‘পিপল্স লিবারেশন আর্মি’র সেনা-সংখ্যা ২৩ লাখ থেকে কমিয়ে ১০ লাখ করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর বহর যেভাবে কমানো হচ্ছে, ইতিহাসে তা নজিরবিহীন।

চীনা সেনাবাহিনীর সংবাদপত্রের খবর, পদাতিক সেনার সংখ্যা কমিয়ে নৌ ও বিমানবাহিনীর বহর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। বাড়ানো হবে ক্ষেপণাস্ত্র বাহিনীর বহরও। বাহিনীর গঠনগত বৈশিষ্ট্যের বেশ কিছু রদবদল ঘটানো হবে। যা আদতে সাংগঠনিক সংস্কার। তাতে সাবেক সেনাবাহিনী অনেকটাই বদলে যাবে।

পিএলএ’র ওই সংবাদমাধ্যমে বলা হয়েছে, নিরাপত্তা ও কৌশলগত কারণেই এই রদবদল ঘটানো হচ্ছে। অতীতে সেনাবাহিনী স্থলযুদ্ধ আর দেশের প্রতিরক্ষাকেই অগ্রাধিকার দিত। তাই পদাতিক বাহিনীর বহর অত বিশাল ছিল। কিন্তু এবার নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র বাহিনীর বহর বাড়ানো হবে কৌশলগত কারণে। পদাতিক বাহিনীর বহর কমিয়ে সেই সেনাদের দিয়েই বহর বাড়ানো হবে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র বাহিনীর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist