আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জুন, ২০১৭

নিহতের সংখ্যা ‘কম দেখাচ্ছে কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম’

ব্রিটিশ পপ তারকা লিলি অ্যালেন বলেছেন, লন্ডনের গ্রেনফেল টাওয়ার আগুনে নিহতদের সংখ্যা কমিয়ে বলছে কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম। টেলিভিশনকে সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেছেন।

লিলি অ্যালেন দাবি করেন, নিহতের সংখ্যা ১৫০-এর কাছাকাছি হবে। তিনি বলেন, ‘পুলিশ সদস্য ও ফায়ার ব্রিগেডের কর্মীরা গোপনে আমাকে এ তথ্য জানিয়েছেন।’

এদিকে, পুড়ে যাওয়া বহুতল ভবনটির একটি কক্ষ থেকে একসঙ্গে ৪২টি মৃতদেহ উদ্ধারের কথা জানা গেছে। ভবনটির বেঁচে যাওয়া এক বাসিন্দা বিষয়টি ইউটিউবে পোস্ট করা ভিডিওতে এ তথ্য জানিয়েছেন। লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর জানায়, পুড়ে কালো হয়ে যাওয়া ভবনে অভিযান চালিয়ে এ ভয়াবহ দৃশ্যটি দেখতে পায় ফায়ার ব্রিগেডের কর্মীরা। ওই বাসিন্দা আরো বলেন, ‘আমার এক বন্ধু ফায়ার ব্রিগেডের হয়ে কাজ করেন, ঠিক আছে? গতকাল ফোনে তিনি আমাকে বলেন তারা একটি কক্ষে ৪২টি মৃতদেহ পেয়েছেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেন, তারা ৪২টি মৃতদেহ পাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

লন্ডনের সর্বশেষ তথ্য অনুযায়ী, চার দিন আগে গ্রেনফেল টাওয়ারে লাগা আগুনে ৭৯ নিহত হয়েছে। মিরর বলেছে, আগুন লাগা টাওয়ারে নিহতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে বলে অভিযোগ অনেকের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, আগুন লাগার ঘটনাটি ভালোভাবে দেখভাল করা হয়নি। যারা বেঁচে গেছেন তারা ঠিকভাবে নিবন্ধন করেছেন কি না, তা স্পষ্ট নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist