আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ, ২০২৪

তিউনিসিয়ায় নৌকাডুবি

নিহত দুই নিখোঁজ ৩৪

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৩৪ জন। নৌকাটিতে করে তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। গত শুক্রবার এই তথ্য জানিয়েছে তিউনিসিয়ার জাতীয় কোস্টগার্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। লিবিয়া উপকূল থেকে ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। পথিমধ্যে এটি ডুবে যায়। তবে নৌকৈাটি ঠিক কখন ডুবেছে এ বিষয়ে প্রতিবেদনটিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত শুক্রবার কোস্টগার্ড জানিয়েছে, এই নৌকাডুবির পর দক্ষিণাঞ্চলীয় জারজিস টাউন থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহে আরও ৫ জন অভিবাসপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়া কোস্টগার্ড।

গত সপ্তাহে আবহাওয়ার উন্নতি হওয়ায় তিউনিসিয়ানসহ আফ্রিকানদের মধ্যে নৌকায় করে ইতালি পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে।

গত মাসে একটি অধিকার গোষ্ঠী জানিয়েছিল, গত বছর তিউনিসিয়া উপকূলে এক হাজার ৩১৩ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তারা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিহত মারা যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close