প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

কিউবায় হরিকেন আইয়ানের তাণ্ডব

মেক্সিকো উপকূলে শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৩ ঝড়ে রূপ নেওয়া হারিকেন ‘আইয়ান’ কিউবা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। কিউবায় তাণ্ডব চালিয়ে সামুদ্রিক ঝড়টির গতিপথ থাকবে ফ্লোরিডা উপকূল। যার প্রভাবে বন্যা, জলোচ্ছ্বাসের আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ক্রমাগত শক্তি বাড়িয়ে যাওয়া ‘আইয়ান’ স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ঘণ্টায় ২০৫ কিলোমিটার বাতাসের গতিবেগে কিউবায় আঘাত হানবে। যা গত ১৪ বছরের মধ্যে দেশটিতে আঘাত হানতে যাওয়া সর্বোচ্চ গতিবেগের ঝড়।

এরপর মৌসুমি ঝড়টি ফ্লোরিডা উপকূলে এগিয়ে যাবে, যা বুধবার সন্ধ্যা নাগাদ টাম্পা ও ফোর্ট মায়ার্সের মধ্যবর্তী স্থানে আঘাত হানতে পারে। তবে যেকোনো সময় ঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তন হতে পারে।

এদিকে ঝড়ের প্রভাবে স্থাপনায় ক্ষতি হওয়ায় কিউবায় বহু মানুষ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close