প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ মে, ২০২২

শ্রীলঙ্কায় কারফিউ প্রত্যাহার

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন তিনি। এর মাঝে খবর পাওয়া গেল গতকাল শনিবার দেশটিতে চলমান কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য কারফিউ তুলে নেওয়া হয়েছে। গত ৯ মে ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়। এরপর গত ১২ মে এবং ১৩ মে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য কয়েক ঘণ্টা কারফিউ প্রত্যাহার করা হয়। পরবর্তীতে আবারও কারফিউ জারি হয়।

দেশটির অর্থনীতি কার্যত অচল হয়ে পড়ায় গত ৯ মে বিক্ষোভে জড়ো হন লাখো জনতা। সেখানে সরকার সমর্থকরা আন্দোলনকারীদের মারধর শুরু করলে ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। শুরু হয় দাঙ্গা। প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবিতে চলা শান্তিপূর্ণ আন্দোলন পরিশেষে ভয়ংকর পরিস্থিতির দিকে চলে যায়। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যায় বিক্ষুব্ধরা। আন্দোলন-বিক্ষোভের মধ্য দিয়ে দীর্ঘদিনের জমানো ক্ষোভ উগড়ে দেয় শ্রীলঙ্কার সব শ্রেণি-পেশার মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close