প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ মে, ২০২২

রাশিয়ার ৪ গভর্নরের পদত্যাগ

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়া টের পেতে শুরু করায় দেশটির চারজন আঞ্চলিক গভর্নর পদত্যাগ করেছেন। মঙ্গলবার টোমস্ক, সারাটোভ, কিরোভ এবং মারি এল অঞ্চলের গভর্নরেরা পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া রায়াজান অঞ্চলের গভর্নর জানিয়েছেন তিনি আরেক মেয়াদের জন্য প্রার্থী হবেন না। এই পাঁচটি অঞ্চলেই আগামী সেপ্টেম্বরে নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।

রাশিয়ার আঞ্চলিক গভর্নররা নির্বাচিত হলেও তারা রাজনৈতিকভাবে ক্রেমলিনের অধীনস্থ। বেশ কয়েকজন বিদায়ি গভর্নর এমন কয়েকটি এলাকার প্রতিনিধিত্ব করছেন, যেখানে গত বছর পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া অপেক্ষাকৃত কম ভোট পেয়েছে।

অজনপ্রিয় গভর্নররা নিয়মিতভাবে দায়িত্ব থেকে সরে যান। প্রায়ই তারা দলবদ্ধভাবে বসন্তে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন।

মস্কোর থিংক ট্যাংক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব রিজিওনাল পলিটিক্সের প্রধান ইলিয়া গ্রাসেনচেনকোভ বলেন, ‘পশ্চিমা নিষেধাজ্ঞা আক্রান্ত দেশের জন্য খারাপ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে দুর্বল গভর্নরদের অপসারণ করছে ক্রেমলিন।’

গ্রাসেনচেনকোভ বলেন, ‘অর্থনীতি পুনর্গঠন করার প্রয়োজন আছে, বিশেষ করে সেসব অঞ্চলে যেখানে পশ্চিমা অর্থনীতির উল্লেখযোগ্য প্রভাব ছিল। এই গভর্নরদের তরুণ বিকল্পের মাধ্যমে বদলানো প্রয়োজন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close