প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২১

কাস্টমস পোস্ট দখল তালেবানের

গুরুত্বপূর্ণ কাস্টমস পোস্টগুলো দখল করে নিয়েছে তালেবান। পাশাপাশি আফগানিস্তানে প্রবেশ করা পণ্যের শুল্ক সংগ্রহ করা শুরু করছে সশস্ত্র গোষ্ঠীটি। আফগান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানের কারণে প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের রাজস্ব আদায়ের উৎস কমে যাচ্ছে।

আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাফি তাবে জানান, সীমান্ত, শহর, বিমানবন্দরের প্রায় ৩০টি পোস্ট থেকে জুন মাসে সরকার ৭৩০ কোটি আফগানি (আফগানিস্তানের মুদ্রা) রাজস্ব আদায় করে। কিন্তু গত মাসে রাজস্বের পরিমাণ কমে দাঁড়ায় ৪৬০ কোটি আফগানিতে। তিনি জানান, আফগান সরকার সবচেয়ে বেশি রাজস্ব হারিয়েছে আন্তর্জাতিক সীমান্ত ক্রসিং থেকে। এসব ক্রসিং থেকে তালেবান প্রায় ২৭০ কোটি আফগানি রাজস্ব নিয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী সেনা প্রত্যাহার করে নেওয়ার পর আফগানিস্তানে দ্রুত উত্থান ঘটছে তালেবানের। গত মাসে ইরান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান সীমান্তের ১৪টি সীমান্ত পোস্টের অন্তত আটটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তার দেশের মোট অভ্যন্তরীণ রাজস্বের প্রায় অর্ধেকই আসে আমদানি শুল্ক থেকে। এ বছর আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয় ২১ হাজার ৬৫০ কোটি আফগানি। যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক দাতারা সামরিক ব্যয় নির্বাহের জন্য দেয় আরও প্রায় ২৩ হাজার ছয়শ’ কোটি আফগানি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন, পূর্ণশক্তি ব্যবহার করে সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ আবারও ফিরিয়ে আনবে সরকার।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, বাণিজ্য বাড়াতে বেশিরভাগ পণ্যের শুল্ক ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে তারা। আফগানিস্তান মূলত খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী এবং জ্বালানি আমদানি করে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close